আমার ঘরে আমার স্কুল konnect edu bd

0

আমার ঘরে আমার স্কুল konnect edu bd

Konnect.edu.bd: সম্পর্কে আপনারা কিছু জানেন। কানেক্ট এডু বিডি ওয়েবসাইটটি নতুন হওয়া আমাদের মাঝে তেমন পরিচয় এখনো হয়নি। কাদের জন্য এবং কি জন্য এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং এটিতে কি কি সুবধা পাওয়া যাবে ইত্যাদি সেই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হলো। এই প্লাটফরমের স্লোগান হচ্ছে আমার ঘরে আমার স্কুল; কিশোর কিশোরিদের জন্য স্কুলের পাঠদান ঘরে বসে উপভোগ করার একটি অনলাইন প্লাটফরম।

আমার ঘরে আমার স্কুল

দেশে করো পরিস্থিতির কারণে গত বছর শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানিক ক্লাস থেকে বঞ্চিত হতে থাকে। এই সমস্য দূরকরণে সরকার টিভিতে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। চালু হয় টিভিতে ক্লাস করার সুবধা। যে কোন কারণে সেই ক্লাস মিস করলেও অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোন ক্লাস যে কোন সময় শিক্ষার্থীরা দেখে নিতে পারবে।

শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে এই সাইট থেকে

*যে কোন ক্লাস যে কোন সময় দেখার সুযোগ

*অধ্যায় অনুযায়ী সার্চ করে ক্লাস করে নিতে পারেন

*কোন ক্লাস না বুঝলে কয়েকবার রিপিট করে দেখে নেওয়া

*ক্লাসের যে কোন বই পিডিএফ ডাউনলোড করে সংগ্রহে রাখা ও পড়া

*ঘরে বসে ক্লাস করার নতুন অভিজ্ঞা

আমার ঘরে আমার স্কুল konnect edu bd

অনলাইনে ক্লাস

যষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির যে কোন অধ্যায়ের ক্লাস সার্চ করে দেখার সুযোগ রয়েছে। এ জন্য  www.konnect.edu.bd এই সাইটে প্রবেশ করে আমার স্কুল আইকনে ক্লিক করুন। উপরের ফিল্টার থেকে আপনার ক্লাস, অধ্যায়, পাঠ ইত্যাদি নির্বাচন করলে কাঙ্খিত ক্লাসটি দেখতে পারবেন সহজেই।

www.konnect.edu.bd ক্লাস রুটিন

আমার ঘরে আমার স্কুল konnect edu bd

Post a Comment

0Comments
Post a Comment (0)