উত্তরাধিকার সনদ Succession certificate

0
উত্তরাধিকার সনদ Succession certificate

Government of the People's Republic of Bangladesh

Office

4 No Rampasha Union Parishad

Upzilla: Bishwanath, Dist.: Sylhet Md. Anwar Khan

Chairman

04 No. Rampasha Union Porishad

P.O. Rampasha

Mobile: 01716-782699

Source No. Date: 03/10/2011 AD

Succession certificate

A certificate is hereby issued that Mostab Ali, son of Late Mubarak Ali, resident of Ward No. 08, Ward No. 08, Rampasha Union, No. 04, Biswanath Upazila, Mostab Ali was a local resident of my union and a citizen of Bangladesh. After the death, the names of the heirs were given below.

Heirs

Sl Name Father’s/Husband Village Relation

1 Somirun Nessa Mostab Ali Biswanathergaw Wife

2 Abdul Malik Mostab Ali Biswanathergaw Son

3 Faruk Ahmed Mostab Ali Biswanathergaw Son

4 Abdus Salam Mostab Ali Biswanathergaw Son

5 Koysor Ahmed Mostab Ali Biswanathergaw Son

6 Jubayer Ahmed Mostab Ali Biswanathergaw Son

7 Rasel Ahmed Mostab Ali Biswanathergaw Son

8 Mst Ruzi Begum Mostab Ali Biswanathergaw Daughter

9 Mst Sumi Begum Mostab Ali Biswanathergaw Daughter

I wish them a bright future.


SD

Illegible

Md. Anwar Khan

Chairman


উত্তরাধিকারী সনদ পত্র

এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে, নিরেন্দ্র চন্দ্র দেব, পিতা- মৃত নিরোদ রঞ্জন দেব, সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত সাকিন-নিলিমা ৩৪ খুলিয়াপাড়া, এলাকার স্থায়ী বাসিন্দা। উক্ত বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র চন্দ্র দেব তাহার ত্যাজ্যবিত্তে নিম্ন লিখিত ব্যক্তিগণকে উত্তরাধিকারী রাখিয়া মারা যান।

ক্রমিক নং নাম সম্পর্ক
১. নিত্য লাল দেব পুত্র
২. মিঠু লাল দেব পুত্র

আমি তাহাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। 

উত্তরাধিকারী সনদপত্র

এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে, ১২ নং ওয়ার্ডের অন্তর্গত বাসা নংÑ ০৯, কুয়ারপাড়, ঈঙ্গুলাল রোড, সিলেট সদর- ৩১০০, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট নিবাসী মরহুম ড. আব্দুল হণি সাহেব মারা যাওয়ায় তার ত্যাজ্যবিত্তি স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী নিম্নলিখিত ব্যক্তিগণকে রেখে যান।

ক্রমিক নং উত্তরাধিকারীগণ মৃত ব্যাক্তির সাথে সর্ম্পক
১. লতিবুন নেছা স্ত্রী
২. ফরিদ বেগম মেয়ে
৩. জরিদা বেগম মেয়ে

উপরোক্ত ব্যক্তিগণ, মরহুম ড. আব্দুল গণি সাহেবের প্রকৃত উত্তরাধিকারী। আমার জানামতে উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়া আর কোন উত্তরাধিকারী নাই। আমি তাহাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

কাউন্সিলর
সিলেট সিটি কর্পোরেশন

উত্তরাধিকারী সদনপত্র পাওয়ার জন্য আবেদন

বরাবর
  চেয়ারম্যান, 
৪নং কুচাই ইউনিয়ন পরিষদ,
উপজেলা দক্ষিণ সুরমা, সিলেট।

বিয়ষ: উত্তরাধিকারী সদনপত্র পাওয়ার জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কুচাই ইউনিয়ন পরিষদের অন্তর্গত শ্রীরাম গ্রামের ২নং ওয়ার্ড নিবাসী মরহুম তফুর আলী মৃত্যুবরণ করায় তিনির ত্যাজ্যবিত্তে নিম্নলিখিত ব্যক্তিরা উত্তরাধিকারী বটে। 

ক্রমিক নং উত্তরাধিকারীগনের নাম মৃত ব্যক্তির সহিত সম্পর্ক
১। মরহুম মোঃ সুলেমান ছেলে
২। তৈয়ব আলী ছেলে
৩। মরহুম তাহের আলী ছেলে
৪। সিদ্দিক আলী ছেলে
৫। মাজেদা খানম মেয়ে
৬। সাহেদা বেগম মেয়ে
৭। আনোয়ারা বেগম মেয়ে

অতএব আবেদন এই যে, উপরোক্ত তথ্যসমূহ তদন্ত পূর্বক বিবেচনা করে একখানা উত্তরাধিকারী সনদপত্র দিতে আপনার মর্জি হয়।


 বিনীত
তারিখ ঃ 
       (তৈয়ব আলী)
পিতাঃ   মরহুম তফুর আলী
গ্রাম - শ্রীরামপুর, পো ঃ শ্রীরামপুর
       উপজেলা- দক্ষিণ সুরমা, জেলা -সিলেট।

উত্তরাধিকার সনদ

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, বর্তমান ছায়াতরু ৫৬/বি, ওয়ার্ড নং ১১, লামাবাজার, সিলেট সিটি কর্পোরেশন, জেলাঃ সিলেট। স্থায়ী ঠিকানা- গ্রামঃ সঙ্কপুর, ডাকঘরঃ আশাকান্দি, আশাকান্দি ইউনিয়ন পরিষদ, থানাঃ জগন্নাথপুর, উপজেলাঃ সদর দক্ষিণ উপজেলা (দক্ষিণ সুরমা উপজেলা), জেলাঃ সিলেট নিবাসী মরহুমা সৈয়দা নূর জাহান বেগম স্বামী মোঃ আচাব আলী (আছাব) পিতা- মৃত হাজী ছমির আলী, মাতা- মৃত শিরিন বেগম চৌধুরী, তিনি বিগত ১৪-১২-২০১৬ ইং তারিখে মৃত্যুবরণ করেন। মরহুমা সৈয়দা নূর জাহান বেগম মৃত্যুবরণ করার পর নিম্ন লিখিত ব্যাক্তিকে উত্তরাধিকারী হিসেবে রাখিয়া যান। 

নিম্নে মরহুমা সৈয়দা নূর জাহান বেগম এর উত্তরাধিকারী গণের নাম, সম্পর্ক, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধী অবস্থা প্রদান করা হইল।

ক্র নং নাম জন্মতারিখ সম্পর্ক বৈবাহিক অবস্থা প্রতিবন্ধী অবস্থা
০১ মোহাম্মদ আছাব আলী ১২-১১-১৯৩২ স্বামী বিপত্নীক নাই
০২ সামসুউদ্দিন আহমদ শামিম ২৩-০৮-১৯৬৯ পুত্র বিবাহিত নাই
০৩ শেখ সায়েফ উদ্দিন আহমদ ০৫-০৮-১৯৭৭ পুত্র বিবাহিত নাই
০৪ জাকির আহমদ ৩০-১০-১৯৮২ পুত্র বিবাহিত নাই
০৫ শেখ সরফ উদ্দিন আহমদ ২৪-১০-১৯৮৪ পুত্র বিবাহিত নাই
০৬ রাবেয়া খাতুন ৩০-০৭-১৯৭২ কন্যা বিবাহিত নাই
০৭ সাবিয়া খাতুন ০৪-১১-১৯৭৯ কন্যা বিবাহিত নাই
০৮ নাছিমা খাতুন ২৩-০৮-১৯৮০ কন্যা বিবাহিত নাই
০৯ সালমা খাতুন ২৫-১১-১৯৮৫ কন্যা বিবাহিত নাই

আমার জানামতে মরহুমা সৈয়দা নূর জাহান বেগম এর উত্তরাধিজারীগন সঠিক। সরকারেরর বা অন্য কোন  কর্তৃপক্ষের নিকট দেনা পাওনা নিসম্পত্তির ব্যাপারে কেবল মাত্র উপরোক্ত সদস্যই কার্য সম্পাদন করিতে পারিবেন।

রকিবুল ইসলাম ঝলক
কাউন্সিলর
ওয়ার্ড নং- ১১
সিলেট সিটি কর্পোরেশন
সিলেট।



Post a Comment

0Comments
Post a Comment (0)