প্রত্যয়ন - Prottoyon - Online Certificate System - অনলাইন সনদ সিস্টেম- Sylhet City Corporation - সিলেট সিটি কর্পোরেশন।
এখন থেকে সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকরা অনলাইনে প্রত্যয়পত্র পেতে পারেন ঘরে বসেই। সিলেট সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন। সনদের ওয়েবসাইট - https://sonod.scc.gov.bd/
আরোও পড়ুনঃ Citizenship Certificate Format
যেভাবে আবেদন করা যাবে
প্রথমে সনদের আবেদন সিলেক্ট করতে হবে
নিম্নের দেওয়া পেইজ আসবে এখানে থেকে "নতুন একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন" এ ক্লিক করতে হবে।
নিম্নের ফরমটি আসবে এটি ফিলাপ করতে হবে। তারপর সংরক্ষণে ক্লিক করতে হবে।
অনলাইনে সনদ এর আবেদন পেতে নিম্নের প্রক্রিয়া অনুসরন করুন
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং আবেদন
প্রথমবার আবেদন এর ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রয়োজনীয় সনদ নির্বাচন করে অনলাইনে আবেদন করুন।
আবেদন যাচাই ও ফি প্রদান
আপনার আবেদনটি সিসিক কর্তৃপক্ষ/কাউন্সিলর দপ্তর কর্তৃক যাচাই পূর্বক আপনার মোবাইলে খুদে বার্তা পাঠানো হবে। এরপর মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী বিকাশ,নগদ এবং ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করুন।
অনলাইনে সনদ গ্রহণ
সঠিক ভাবে ফি প্রদান করে অনলাইন সনদ সিস্টেমে লগ ইন করে আপনার সনদটি ডাউনলোড এবং সংরক্ষন করুন।
অনলাইনে যেসব সনদ প্রদান করা হয়
- চারিত্রিক সনদ
- প্রত্যয়ন পত্র
- জাতীয়তা সনদ
- কার্য-সম্পাদন সনদ
- উত্তরাধিকার সনদ
- পারিবারিক সনদ
- বিবাহিত সনদ
- অভিজ্ঞতার সনদ
- বিবিধ সনদ