অতএব,বিনীত নিবেদন এই যে, উক্ত অবস্থাধীনে, আমার জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার্থে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
কখগঘ থানা
থানার ঠিকানা।
বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী কখগঘ, পিতা- কখগঘ, সাং- কখগঘ, থানা- কখগঘ, জেলা- কখগঘ, বর্তমানে-কখগঘ থানা, কখগঘ, কখগঘ আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি একজন আপনার পরিচয় । আজ তারিখ ইং তারিখে সকাল আনুমানিক (সময়) ঘটিকার সময় (আপনার যা হারিয়েছে তার বিবরণ, কিভাবে হারিয়েছে, সম্ভব্য কোথায় হারাতে পারে)
অতএব,বিনীত নিবেদন এই যে, আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।
নিবেদক
কখগঘ
আপনার ঠিকানা
মোবাইল নাম্বার
সাধারণ ডায়েরি (জিডি) করবেন কিভাবে?
পথ চলতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থানায় জিডি বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। কিন্তু এ সম্পর্কে অনেকেরই পরিষ্কার ধারণা না থাকায় নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। চুরি, ডাকাতি, ছিনতাই বা হুমকির শিকার কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশের সহায়তা চেয়ে থানায় জিডি করা যেতে পারে। কেউ হারিয়ে অথবা পালিয়ে গেলেও থানায় জিডি করা দরকার। এছাড়াও অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অন্যান্য দরকারী নথি) হারিয়ে গেলে তা নতুন করে পেতেও থানায় জিডি করার প্রয়োজন পড়ে।
জিডির সুবিধা:
- যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
- নাগরিক সেবা নিশ্চিত হয়
- নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা
- কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
- কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
- কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়
জিডি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
সেবা প্রাপ্তির যোগ্যতা : বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র : আবেদন পত্র
প্রয়োজনীয় খরচ : বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময় : ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন
কাজ শুরু হবে : নিকটস্থ থানা
আবেদনের সময় : সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা : এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন : সাকের্ল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য : www.999.gov.bd
প্রয়োজনীয় ওয়েবসাইট : www.police.gov.bd
জিডিতে কী কী উল্লেখ করতে হবে
জিডি করতে হলে প্রথমে একটি সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে। এ দরখাস্তের সাধারণ দরখাস্তের মতোই।
১. দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বরাবর। নিচে থাকবে থানা ও জেলার নাম।
২. বিষয় হিসেবে উল্লেখ করতে হবে যে ব্যাপারে জিডি করতে চান তার নাম। দরখাস্তের মূল বা ভেতরের অংশে কী কারণে জিডি করবেন তা বিস্তারিত বর্ণনা করতে হবে।
৩. অপরাধ হবার আশঙ্কা থাকলে অবশ্যই আপনাকে আশঙ্কার কারণ, যার জন্য আপনি আতঙ্কিত তার নাম, ঠিকানা, হুমকির স্থান, তারিখ উল্লেখ করতে হবে।
৪. হুমকি দিলে হুমকি দাতার নাম, স্থান, সাক্ষী, পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে ঘটনার তারিখ, সময় ও স্থান উল্লেখ করা খুবই জরুরি।
৫. কিছু হারিয়ে গেলেও সেটার বিস্তারিত বিবরণ এবং পারলে তার কোনো নমুনা, যেমন ছবি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করবেন।
৬. ডায়েরি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কারার জন্য আবেদন করতে হবে।
৭. যদি কোনো বিষয়ে এখনই কোনো মামলা না করতে চান, তাহলে জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে এ বিষয়ে আপাতত কোনো মামলা করবেন না। তবে মনে রাখবেন, পুলিশ যদি মনে করে যে কোনো মারাত্মক অপরাধ ঘটছে, তাহলে জিডি থেকেও মামলা হতে পারে।
৮.দরখাস্তের সর্বশেষে জিডির আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রয়োজনে ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৯. জিডির দুই কপি করে স্বাক্ষর দিয়ে জিডির কপি থানায় ডিউটি অফিসারের নিকট জমা দিতে হবে। ডিউটি অফিসার থানায় নির্দিষ্ট নথিতে জিডিটি তালিকাভুক্ত করে জিডির কপিতে সিল, স্বাক্ষর, তারিখ ও জিডি নম্বরসহ এক কপি আবেদনকারীকে দেবেন। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জিডি গণ্য হবে না।
GD Online Application 2023
Online GD Application Requirements
If you want to do the GD application online, you need to have a few basic things. These are the requirements for the application and you need to submit those if you want to make the application.
Luckily, these are nothing too complicated and you probably have all those near you. Let’s have a look at the requirements that you need to fill out for the GD online application.
Your NID Number
Your Mobile Number
Your Live Photo
How to File a GD Online
Now that you have the requirements for the online GD application, it’s time to learn how to apply for the online application. It’s a fairly easy process that you won’t have any problem going through and it’ll take only a few minutes to do that. But it still can be a bit confusing for anyone who’s doing it for the first time.
To help you with that, we’ll go over a step by step guide that you can follow to file a GD online. Without any further ado, let’s go over it right now.
- Open your internet browser and go to www.gd.police.gov.bd
- Complete the registration process if you haven’t registered on the website yet. Then log into your account.
- Now, click on the option named Online GD.
- That should prompt a page where you need to put in the details about the GD application. Fill up the required fields with the information.
- You can attach files to add more precise information there if you have access to any of that.
- Once everything is ready, you can click on submit, and the online GD application process should be completed.
অনলাইন জিডি সংক্রান্ত বিশেষ নির্দেশিকা
আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েব সাইট ব্যবহার করুন।।
সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।
অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে।
অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।
অভিযোগ করার জন্য যা প্রয়োজন :
আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
আপনার সচল মোবাইল।
আপনার লাইভ ছবি।
অনলাইন জিডি অ্যাপস্ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ
খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।
এই পোষ্ট সম্পর্কিত কিছু তথ্যঃ
জিডি করার নিয়ম
জিডি লেখার নিয়ম
অনলাইনে থানায় জিডি
পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার নিয়ম
থানায় জিডি করার ফরম
মিথ্যা জিডি
জিডি আবেদন
চেক হারানোর জিডি
থানায় জিডি করার খরচ
চেক বই হারিয়ে গেলে জিডি লেখার নিয়ম