উত্তরাধিকার প্রশংসাপত্র বা ওয়ারিশ সনদ সাধারণত স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত একটি প্রত্যায়নপত্র/সনদ। যা একজন মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকার/উত্তরাধিকারীকে স্বীকৃতি দেয়। দেওয়ানি আদালতের মাধ্যমেও উত্তরাধিকার সনদ পাওয়া যায়। অর্থ ও অস্থাবর সম্পত্তির ঋণ, ব্যাংক-বীমা ইত্যাদির ন্যায্য হিসাব পাওয়ার জন্য এবং ভবিষ্যতের কোনো ঝামেলা এড়াতে সাধারণত দেওয়ানি আদালতের মাধ্যমে উত্তরাধিকার সনদ নেওয়া হয়ে থাকে। কিন্তু এখন আপনি অনলাইনের মাধ্যমেও এই ওয়ারিশ সনদের জন্য আবেদন করতে পারেন। আজকের ইনফোটিতে এই বিষয়ে আলোচনা করা হলো।
ওয়ারিশ সনদ পাবেন কিভাবে?
উত্তরাধিকার সনদপত্র নমুনা
“উত্তরাধিকার সনদপত্র”
এইমর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, ......................................................................., পিতা- .............................................. মাতা-............................................., জাতীয় পরিচয় পত্র নং-...................................., ঠিকানা-........................................................... এর একজন স্থায়ী বাসিন্দা। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। নিম্নে তাহার উত্তরাধিকারগণের বিবরণ দেওয়া হইলঃ
ক্রং নং উত্তরাধিকারগণের নাম পিতা/স্বামীর নাম জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র নং সম্পর্ক
আমার জানামতে উপরোক্ত উত্তরাধিকার ছাড়া তাহার আর কোন উত্তরাধিকার নাই।
আমি তাহার এবং উত্তরাধিকারগণের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ওয়ারিশ সনদ নমুনা
“ওয়ারিশ সনদপত্র”
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ নাসিম উদ্দিন, পিতা- মৃত মোঃ আবেদ আলী, মাতা- মৃত সখীনা খাতুন, ঠিকানা: ১৬৬/২০/১, পূর্ব মাদারটেক, আদর্শপাড়া, পোঃ বাসাবো, থানাঃ সবুজবাগ, ঢাকা-১২১৪ এর একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। আমার জানামতে তিনি গত ১৩/০৬/২০১৮ইং তারিখে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি নিম্নলিখিত ওয়ারিশগণকে জীবিত রাখিয়া যান। নিম্নে তাহার ওয়ারিশগণের নাম দেওয়া হলঃ
ক্রং নং ওয়ারিশগণের নাম স্বামী/পিতার নাম সম্পর্ক
১। ফজীলা খাতুন স্বামী- মৃত মোঃ নাসিম উদ্দিন স্ত্রী
২। নাসিমা আক্তার জামান পিতা- মৃত মোঃ নাসিম উদ্দিন কন্যা
৩। মোঃ ফিরুজ জামান পিতা- মৃত মোঃ নাসিম উদ্দিন পুত্র
৪। মোহাম্মদ সফিউজ্জামান পিতা- মৃত মোঃ নাসিম উদ্দিন পুত্র
৫। মোঃ ওয়াহিদুজ্জামান পিতা- মৃত মোঃ নাসিম উদ্দিন পুত্র
আমার জানামতে উপরোক্ত ওয়ারিশ ছাড়া তাহার আর কোন ওয়ারিশ নাই।
ভবিষ্যতে বর্ণিত তথ্যের কোনরূপ গড়মিল পরিলক্ষিত হইলে উক্ত ওয়ারিশ সনদপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। এ সনদপত্র দ্বারা সংশ্লিষ্ট আইনে অনুমোদিত অন্য কোন বৈধ ওয়ারিশকে বঞ্চিত করা যাইবে না।
আমি তাহার ওয়ারিশগণের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ওয়ারিশান সনদপত্র Word Format ডাউনলোড
Bangla Warisan Certificate Word File Download
ইউনিয়ন পরিষদের নিজের ওয়ারিশান সনদপত্র নিজেই তৈরি করুন সহজে।
Word File টি ডাউনলোড করে নিন আর ইচ্ছেমতো এডিট করে নিন।
এই ফাইলটি যেভাবে এডিট ও ব্যবহার করবেন:
প্রথমেই “আইটিমনা”এর স্থলে আপনি আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখে নিবেন
ই-মেইল ও ওয়েবসাইটের জায়গার আপনার ইউনিয়নের ই-মেইল ও ওয়েব এড্রেস দিয়ে দিবেন। নেটে আপানার ইউনিয়নের নাম লিখে সার্চ করলেই এগুলো পাবেন।
নিচের দিকে আপনার এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের নাম ও ঠিকানা লিখে নিবেন।
প্রিন্ট করার আগে ওয়াটারমার্কটি রিমোভ করে নিবেন।
প্রিন্ট করার পরে চেয়ারম্যানের সিল ও সিগনেচার নিয়ে আপনার যেখানে প্রয়োজন সেখানে জমা দিতে পারবেন।