চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন।
নিম্নে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র বাংলা নমুনা দেওয়া হলোঃ
তারিখ ঃ
বরাবর
Post Name
Company Name
Address
বিষয় ঃ পারিবারিক সমস্যার জন্য চাকুরী হতে অব্যাহতির আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ABC কোম্পানীতে দীর্ঘ ৫ বছর যাবত সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার পারিবারিক সমস্যার জন্য ০২-০৪-২০১৯ইং তারিখ হইতে চাকুরী করা সম্ভব নয়।
অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাকে উক্ত চাকুরী হতে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
ABC
Post Name
Company Name
নিম্নে আরেকটি চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র বাংলা নমুনা দেওয়া হলোঃ
তারিখ ঃ ১৫/০৯/২০২১ইং
বরাবর
Post Name
Company Name
Address
বিষয়ঃ চাকুরী হতে অব্যাহতি পাওয়ার প্রসঙ্গে।
জনাব/জনাবা
বিনীত নিবেদন এই যে, আমি সুমন মিয়া, আপনার প্রতিষ্ঠানে ওয়্যার হাউজ এর সিনিয়র এ্যাসিস্টেন্ট হিসেবে ০৪/০৪/২০১৪ইং হতে কর্মরত আছি কিন্তু আমার পারিবারিক সমস্যার কারনে আগামী ০৩/১০/২০২১ইং হতে চাকুরী হতে অব্যাহতি চাচ্ছি।
এমতাবস্থায়, আপনার কাছে আকুল আবেদন আমাকে চাকুরী হতে অব্যাহতি দানে আপনার সুমর্জি হয়।
নিবেদক
সুমন মিয়া
সিনিয়র এ্যাসিস্টেন্ট
ওয়্যার হাউজ
বেস্ট ইন ব্র্যান্ড প্রাইভেট লিঃ
নিম্নে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র ইংরেজি ফরমেট দেওয়া হলোঃ
Date: 02.04.2019
To
Head of HR
NRB Bank Limited
Corporate Head Office
89, Gulshan Avenue, Gulshan-1
Dhaka-1212.
Sub: resignation Letter.
Dear Sir
With due respect, I would like to inform you that, I am Md. Masudur Rahman, Employee Id-901710, working at NRB Bank Limited as a sales executive, card division from 08.01.2019. I want to resign from my current position owing to personal reasons with immediate effect as per bank policy. My last working day will be 16th April, 2019.
Thank you, for the support & opportunities that you have provided me. I have enjoyed my tenure with NRB Bank Limited family. Please accept my resignation letter & allow me to have a release order as soon as possible.
Your Sincerely
Md. Masudur Rahman
Employee Id-901710
Sales Executive
Card Division
NRB Bank Limited
নিম্নে আরেকটি চাকরি থেকে অব্যাহতির বা রিজাইন লেটার ইংরেজি ফরমেট দেওয়া হলোঃ
Date: 19.01.2021
To
The Chairman
BBCL British Bangladesh Cornerstone Ltd.
House-428/A, Road-30, Floor-5th
Mohakhali, New DOHS
Dhaka.
Sub: An application for resignation letter.
Sir
I am writing to formally notify you that I am Ibrahim Uddin. Working at BBCL British Bangladesh Cornerstone Ltd as a Senior Manager of Sales and Marketing from 20.11.19. My last working day is 17-01-2021. I am giving you a resignation letter for my personal problem.
I appreciate the opportunities; I have been given by your organization and your professional guidance and support.
Please take my resignation letter.
Your Sincerely
Ibrahim Uddin
Senior Manager Sales and Marketing
BBCL British Bangladesh Cornerstone Ltd