আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা
দৈনন্দিন জীবনে স্কুল, কলেজ বা চাকরির প্রয়োজনে আমাদের দরখাস্ত লিখতে হয়। নিচে সহজভাবে নিয়ম ও কয়েকটি নমুনা দেওয়া হলো।
- আবেদনের সঠিক তারিখ
- প্রাপকের পদবী ও ঠিকানা
- স্পষ্ট একটি বিষয় (Subject)
- জনাব/স্যার বলে সম্বোধন
- মূল বিষয়বস্তু (সংক্ষিপ্ত ও স্পষ্ট)
- আপনার নাম ও স্বাক্ষর
১. ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
তারিখ: ১২/০১/২০২৬ ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
ক খ গ উচ্চ বিদ্যালয়।
বিষয়: বোনের বিয়ের জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন ছাত্র। আগামী ২০শে জানুয়ারি আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। এ কারণে আমি আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারব না।
অতএব, মহোদয়ের নিকট আবেদন, আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্র,
(আপনার নাম)
শ্রেণি: ১০ম, রোল: ০১
২. চাকরির আবেদনপত্রের ফরম্যাট
তারিখ: ............
বরাবর,
ব্যবস্থাপক/পরিচালক,
(প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা)
বিষয়: [পদের নাম] পদের জন্য আবেদন।
জনাব,
গত [তারিখ] তারিখে [পত্রিকার নাম]-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে [পদের নাম] পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবনবৃত্তান্ত নিচে পেশ করছি।
(এখানে আপনার নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা লিখুন)
অতএব, সবিনয় প্রার্থনা এই যে, আমার যোগ্যতা বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দিতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক,
(আপনার নাম ও স্বাক্ষর)
টিপস: অফিশিয়াল দরখাস্ত সবসময় সাদা (A4) কাগজে স্পষ্ট করে লিখবেন।
