জাতীয় পরিচয়পত্র ডাউনলোড nid card online copy

0

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড (National ID Card Download): আপনি কোন একটি জরুরী কাজে বাসা থেকে বাজারে অথবা দূরে কোথাও চলে গিয়েছেন। কিন্তু আপনার এনআইডি কার্ড/National ID Card পেয়ে বাসায় রেখে চলে গেছেন। এমত অবস্থায় আপনার এনআইডি/ National ID Card কার্ডের খুবই প্রয়োজন। তখন আপনি কি করবেন? তখন একটাই উপায় থাকে বাসায় ফোন করে ইমেইল করে আপনার আইডি কার্ড টা আনতে হবে। অথবা ফেসবুক মেসেঞ্জার বা মোবাইল থেকে ছবি তুলে সেটাকে বের করতে হবে।

আরোও পড়ুনঃ অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন

কিন্তু আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিটি দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনার এনআইডি/ National ID Card কার্ডের হুবহু একটি কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায় তাহলে কেমন হয়।

বর্তমানে জাতীয় পরিচয় পত্র/National ID Card অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে বেশ কিছু আপডেট এনেছে। আপনি চাইলে সেখানে একটি রেজিস্ট্রেশন করে আপনার এনআইডি কার্ড/ National ID Card ডাউনলোড করতে পারবেন।

দেখতে নিচের ছবির মত দেখাবেঃ

nid card online copy

সূচি

অনলাইন রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে?

অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে যে জিনিস গুলো লাগবে তা হলঃ

ন্যাশনাল আইডি অনলাইন রেজিস্ট্রেশন

আরোও বিস্তারিত জানতে আপনি চাইলে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন

লগিন করার পর আপনার পেজটি এরকম দেখাবেঃ

মোবাইল SMS এর মাধ্যমে NID Card ডাউনলোড

জাতীয় পরিচয়পত্রের/National ID Card বিষয়ে জরুরী কিছু বিষয়ঃ

জাতীয় পরিচয়পত্রের /National ID Card বিষয়ে জরুরী প্রশ্নোত্তরঃ

আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত আপনি কোনো কপি বা কার্ড পাননি। সেক্ষেত্রে আপনার ভোটার আইডির নাম্বার রয়েছে সে স্লিপ নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার সকল তথ্য এবং আপনার একটি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেটিকে চালিয়ে দিতে পারবেন।

  • অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে যে জিনিস গুলো লাগবে তা হলঃ
  • এনআইডি নাম্বার/ অথবা এনআইডি/National ID Card  স্লিপ নাম্বার
  • জন্মতারিখ
  • একটি মোবাইল নাম্বার

এই জিনিসগুলো থাকে তাহলে আপনি নিচের লিংকে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন এর কাজ শুরু করতে পারেন।

https://services.nidw.gov.bd/nid-pub

এই লিংকে গিয়ে রেজিস্টার করুন এ ক্লিক করুন

এর পর নিম্নের ছবির মতো দেখতে একটি পেইজ আসবে

nid card online copy
  • এখানে জাতীয় পরিচয়পত্র / ফর্ম নম্বর, জন্মতারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিটে ক্লিক করুন।
  • এর পর আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা চাইবে সেখানে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিবে দিয়ে পরবর্তীতে যাবেন।
  • সেখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। 
  • পরবর্তীতে একটি স্কেন কোড আসবে এর জন্য আপনাকে NID Wallet নামে একটি এপস ডাউনলোড করতে হবে। (https://play.google.com/store/apps/details?id=bd.gov.nidw.nid.wallet&hl=bn&gl=US)
  • এর পর কিউআর কোড স্কেন করে আপনার ছবি স্কেন করতে হবে। 
  • এর পর আপনাকে সরাসরি আপনার জাতীয় পরিচয়পত্র একাউন্টে নিয়ে যাবে, সেখান থেকে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

মোবাইল SMS এর মাধ্যমে NID Card ডাউনলোড

বর্তমান নির্বাচন কমিশনার একটি নতুন নিয়ম চালু করেছে যে যে কেউ তার স্লিপ নম্বর দিয়ে এনআইডি কার্ড /National ID Card ডাউনলোড করে নিতে পারবেন তাও আবার মোবাইলে এসএমএসের মাধ্যমে।

আপনি যদি চান মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ডের /National ID Card ডাউনলোড করবেন তাহলে নিম্নোক্ত দেওয়া স্ট্রাকচার অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন

প্রথমে আপনাকে মোবাইল এসএমএস অপশনে গিয়ে এসএমএসের টাইপ করতে হবেঃ

NID <space> form no <space> Date of birth তার পর পাঠিয়ে দিতে হবে 105 নম্বরে।

উদাহরণঃ NID xxxxxxxxx dd-mm-yyyy

তারপর রিপ্লাই এসএমএস এর মাধ্যমে আপনি আপনার মোবাইলে আপনার আইডির সকল তথ্য পেয়ে যাবেন।


জাতীয় পরিচয়পত্রের /National ID Card বিষয়ে জরুরী প্রশ্নোত্তরঃ

জাতীয় পরিচয় পত্র এর ব্যাপারে প্রয়োজনীয় কিছু প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ আমার কার্ডটি হারিয়ে গেছে এখন কি করব?

উত্তরঃ যদি আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডটি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থানীয় থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করতে হবে। অতঃপর নির্ধারিত ফি দিয়ে অনলাইনে রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার কার্ডটি অনলাইনে জেনারেট হয়ে যাবে, এবং আপনি আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি সেখান থেকে ডাউনলোড করে লেমিনেটিং করে অরিজিনাল কার্ডের মত ইউজ করতে পারবেন। অথবা তাৎক্ষণিক ব্যবহার করার জন্য আপনি নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে একটি সার্ভার কপি নিয়ে নিতে পারেন এবং সেটা দিয়ে সমস্ত কাজ চালাতে পারবেন।

প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডের তথ্য ভুল এসেছে এখন কি করবো?

উত্তরঃ জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডটিতে যদি কোন তথ্য ভুল থাকে তাহলে আপনি নির্ধারিত ফি রকেট এর মাধ্যমে পরিশোধ করে অনলাইনে নিজে নিজেই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর তিন থেকে সাত কর্মদিবসের মধ্যে আপনার কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ড টি ডাউনলোড করে নিতে পারবেন। এমতাবস্থায় আপনার জাতীয় পরিচয় কার্ডটি অরিজিনাল কার্ডের আকৃতিতে ডাউনলোড করতে পারবেন।

প্রশ্নঃ তথ্য সংশোধনের জন্য কত টাকা ফি দিতে হয়?

উত্তরঃ আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে 230 টাকা রকেটের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে তারপর আবেদন করতে হবে।

প্রশ্নঃ আমি এখনো পর্যন্ত ভোটার হয়নি নতুন করে ভোটার হতে চাই কিভাবে করব?

উত্তরঃ আপনি যদি এখনও পর্যন্ত ভোটার হয়ে না থাকেন এবং আপনার বয়স 18 বছর হয়ে থাকে, তাহলে আপনি স্থানীয় ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অথবা উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়ন পত্র নিয়ে নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর আবেদনের কপি, একাডেমিক সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ, ও প্রত্যয়ণপত্রসহ স্থানীয় নির্বাচন কমিশনে জমা দিন। অতঃপর স্থানীয় নির্বাচন কমিশন থেকে আপনার মোবাইলে একটি এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে এবং সেই সাথে আপনাকে একটি তারিখ দেবে সেই তারিখে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ডের জন্য ছবি, এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে। তারপর এক বা দেড় মাসের মধ্যে আপনার  আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডটি প্রস্তুত হয়ে যাবে। এবং আপনি সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

প্রশ্নঃ থানায় জিডি করার জন্য কোন টাকা পয়সা দিতে হবে কিনা?

উত্তরঃ আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থানায় জিডি করতে হবে, এক্ষেত্রে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না।

প্রশ্নঃ আমি ভুলক্রমে একাধিক জায়গায় আমার এনআইডি কার্ড এর জন্য আবেদন করেছি?

উত্তরঃ আপনি যদি একাধিক বার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার যেকোনো একটি কার্ড ডিএক্টিভেট অর্থাৎ রিমুভ করে দিতে হবে। অন্যথায় পরবর্তীতে আপনি যেকোন সমস্যার সম্মুখীন হতে পারেন।

প্রশ্নঃ আমার জাতীয় পরিচয় পত্রের কার্ডের ছবি পরিবর্তন কিভাবে করব?

উত্তরঃ আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডের ছবি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে অনলাইনে 230 টাকা পেয়ে করে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে মোবাইলে এস.এম.এসের মাধ্যমে একটি তারিখ জানিয়ে দেওয়া হবে। সে তারিখে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার ছবিটি উঠিয়া আসবেন। অতঃপর আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি নতুন ছবি দিয়ে প্রস্তুত হয়ে যাবে।

জাতীয় পরিচয় পত্র এর ব্যাপারে যদি আরো কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমরা যত দ্রুত সম্ভব আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডের ব্যাপারে তথ্য দেব।

nid bd, nid card, Online nid bd, nid online copy, nid bd online, nid online, nid card download, nid registration

Post a Comment

0Comments
Post a Comment (0)