এজহারঃ অপরাধমূলক কোন ঘটনা ঘটার পর প্রতিকার পাওয়ার জন্য থানায় জানানো কেই বলা হয় এজাহার। ইংরেজিতে একে বলা হয় FIR (First Information Report) . যে কোন মামলার প্রথম ধাপ হচ্ছে এজাহার।
এজাহার লিখিত ও মৌখিক দুই ভাবেই দেওয়া যাবে। এজাহার থানা বা কোর্ট উভয় জায়গাই করা যায়। থানা যদি মামলা না নেয় তবে কোর্টে উকিলের মাধ্যমে মামলা করা যাবে।
What is FIR?
FIR stands for First Information Report; means First Information of a Cognizable offense that is given by a person who is an eye witness or well aware about the offense and that information is presented before the police station as an application to take necessary legal action. Now that is an overall idea but what our laws are telling about this FIR?
নিচে এজাহারের কিছু নমুনা কপি দেওয়া হল –
থানায় এজাহার করার নমুনা বা ফরম্যাট
বরাবর,
ভারপ্রাপ্ত কর্মকর্তা
সংশ্লিষ্ট থানা
বিষয়: এজাহার প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে , আমি নিম্ন স্বাক্ষর কারী XYZ, স্বামী: XYZ, ঠিকানা: XYZ । আপনার থানায় হাজির হয়ে এই মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আসামী: XYZ, পিতা: XYZ, ঠিকানা: XYZ এর সাথে বিগত ১৪/৩/২০১৫ ইং তারিখে ইসলামী শরীয়া মতে ১০০০০১/- টাকা দেনমোহর ধার্যে বিবাহ সম্পন্ন হয়। উক্ত বিবাহের ৮/৯ মাস পর আসামী খোরশেদ আলম মোটরসাইকেল কেনার জন্য আমার পিতার নিকট হতে ১০০০০০/- টাকা এনে দিতে বলে। কিন্তু আমি তাতে অস্বীকৃতি জানাই। এরপর সে বার বার আমাকে টাকা আনার জন্য শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে। অবশেষে গত ৩/০৫/২০১৬ তারিখে বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় আসামী আমাকে মারধর করতে থাকলে আমার ডাক চিৎকারে সাক্ষী-১। রেজাউল করিম, ২। আমিনা বেগম ঘটনাস্থলে আসলে আসামী আমাকে বলে যে, তুই তোর পিতার কাছ থেকে ১০০০০০/- টাকা নিয়ে আসবি, নাহলে তোকে তালাক দিব।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়ে তদন্ত ক্রমে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
বিনীত নিবেদক,
XYZ
ফোন নম্বর-০০০-০০০০০০০০
নমুনা -২
কোর্টে এজাহার করার নমুনা বা ফরম্যাট
থানায় যদি মামলা না নেয়া হয় তবে কোর্টে মামলা করা যাবে। নিচে তার একটি নমুনা দেয়া হল-
বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালত, ঢাকা ।
সি, আর মামলা নং- 0000/21
XYZ, পিতা-XYZ,সাং-XYZ,
XYZ।
_______________________________বাদি
বনাম
১। XYZ, পিতা: XYZ,
সাং-XYZ
বর্তমান XYZ।
২।XYZ, স্বামী- XYZ,
সাং- ঐ,
বর্তমান ঠিকানা- ঐ।
------আসামী গন।
মামলার ধারা: ১৯৮৩ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারা।
ঘটনার তারিখ,সময়,স্থান: ২৫/১২/২০১৫, তারিখ ০১/০২/২০১৬ ও সর্বশেষ ০৩/১১/২০১৬। স্থান- রূপনগর আসামীর ভাড়া বাসা।
হুজুরের আদালতে দরখাস্তকারিনীর বিনীত নিবেদন এইযে,
১। দরখাস্ত কারিণী একজন আশ্রয়হীন ,নিরীহ মহিলা অপরপক্ষে আসামী দুশ্চরিত্র,নারী নির্যাতনকারী ব্যক্তি বটে। ২ নং আসামী ১ নম্বর আসামীর পরামর্শদাতা বটে।
২।বিগত ৫/০১/২০১৫ তারিখে আসামী বাদিনীকে মুসলিম শরীয়া মোতাবেক ১০,০০০ টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ করেন। বিবাহের ৮ মাস পর হতে আসামী বাদিনীকে বিদেশ যাওয়ার জন্য পিত্রালয় থেকে ১,০০০০০/- টাকা এনে দেবার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু, বাদিনীর পিতার আর্থিক অসামর্থ্য থাকায় বাদিনী এতে অসম্মতি জানায়। এতে ১নং আসামী ও ২ নং বাদিনীর উপর মানসিক ভাবে নির্যাতন করতে থাকে।
৩। ২০১৬ সালের জানুয়ারি মাসে বাদিনীর গর্ভে আসামীর ঔরসজাত একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। কন্যা সন্তান জন্ম নেওয়ায় ২ নং আসামী বাদিনীর উপর রুষ্ট হয় এবং ১ নম্বর আসামীকে বলে বাদিনীকে তালাক দিতে।
৪। বিগত ১/২/২০১৬ তারিখে লোভী আসামি বিবাদিনীকে পুনরায় পিতার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দেয়। বিবাদিনী তার পিতাকে বিষয়টি জানালে তার পিতা অক্ষমতা প্রকাশ করে। অতঃপর আসামীরা বাদিনীকে মার ধর করে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে। সেইসাথে বিবাদিনীকে হুমকি দেয় , টাকা না পেলে অন্যত্র বিবাহ করব।
৫।অত্যাচার স্বত্বেও বাদিনী স্বামী গৃহে অতি কষ্টে জীবন যাপন করে। অবশেষে বিগত ৩/১১/২০১৬ তারিখে ১ ও ২ নং আসামী বাদিনী কে নির্যাতন করে তার পিতার বাসায় পাঠিয়ে দেয়। সেই অবধি বাদিনী পিতার ঘরে অবস্থান করছে।
৬। বাদিনীর পিতা ৭০ বৎসরের বৃদ্ধ । ১১/১২ জন সদস্যের বিশাল সংসার চালাতে তাকে হিমশিম খেতে হচ্ছে।
৭। বাদিনী সন্তান নিয়ে পিতার ঘরে খুবই অর্থনৈতিক টানা পোড়নের মধ্যে দিয়ে দিন যাপন করছে।
এমতাবস্থায় বাদিনীর হুজরাদালতে বিনীত নিবেদন এই যে, হুজুর দয়া বশত: মামলাটি গ্রহণ পূর্বক আসামীদের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধার অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ইস্যু করত: আসামীদের ধৃত করে ন্যায় বিচার করতে মর্জি হয়।
সাক্ষীগনঃ
১। XYZ, পিতা- সোরহাব হোসেন,সাং- ১০ নং দুয়ারীপাড়া, মিরপুর, ঢাকা।
২। ABC, পিতা- মৃত রাজন আলী, সাং-১০ নং দুয়ারীপাড়া, মিরপুর, ঢাকা।
৩। MMN, পিতা- আনিস আলী, সাং- ১০ নং দুয়ারীপাড়া , মিরপুর ঢাকা।
আরও অনেক সাক্ষী আছে , যাদের নাম পরে দেওয়া হবে।
FIR Example with Format
To
The Officer-In-Charge
XYZ Police Station
XYZ.
Subject: Entry of an Ejahar.
Dear Sir,
I beg most respectfully to state that I am the undersigned XYZ, S/O XYZ, Village – XYZ. I am a businessman of seasonal goods. Today I Was returning from the weekly hat of Banker Hat with my son Salim Khan by selling 10 mouns of rice. At 9 p.m. when we were near Khaya Ghat in the light of the Moon we saw some persons on the road ahead of us. When we came nearer to them 1. Hanif son of Alif, 2. Dabir son of Khabir of Khaya Gaht along with 7/8 miscreants forcibly stopped us and showed two big glassing swords and wanted what we had with us. We disagreed to deliver anything to them. Then Hanif handed over one sword to Dabir and Dabir hit with that sword to my son’s right hand and forcibly took my handbag from me. I had 48,000/- Taka (Forty-Eight Thousand Taka) within the handbag that I got from selling rice in the hat. Hanif and Dabir threatened us not to inform the police or others. They also threatened us if we would do anything against their command our life will be ended forever. Then hearing our shouts and cry some villagers named Suban, Kurban and others came and rescued us and took my son to the nearest hospital. My son has been admitted to the Bhola Sadar Hospital and now he is under treatment. I am late for a few hours to lodge the petition because of transferring my son to the hospital. I, therefore, pray and hope that you would be kind enough to arrest and present the above miscreants before the court of law for trial and punishment.
Date:
I remain, Sir,
XYZ
S/O XYZ
Address: XYZ