সিলেট বোর্ড অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে নোটিশ প্রকাশ করেছে নিম্বে তা তোলে ধরা হল- মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক শ্রেণিযুক্ত বিদ্যালয়ের প্রধানগণকে জানানো যাচ্ছে যে, ২০২১ সনে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নিয়োক্ত নির্দেশাবলী, ফি এবং সময়সূচি অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য অনুরোধ করা হলো।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন নির্দেশাবলী
১. শিক্ষার্থীর পিতা-মাতা এস.এস.সি সনদধারী হলে তীদের মূল সনদ অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে শিক্ষার্থীর পিতা- মাতা এস.এস.সি সনদধারী না হলে জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয়পত্র অনুয়ায়ী পিতা-মাতার নাম এন্ট্রি করতে হবে।
২. ২০২১ সনের জে.এস.সি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বিগত বছরের জে.এস. সি ফরম পূরণের ব্যবহার করতে হবে।
৩. জে.এস.সি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী জে.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পরীক্ষা বছরের ৩১ডিসেম্বর পরীক্ষার্থীর বয়স ন্যুনতম ১২ বোর) বছর হতে হবে এবং ১৭ সেতের) বছরের বেশি বয়সের ছাত্র/ছাত্রী জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ ২০২১ সনের জে.এস.সি পরীক্ষার্থীর বয়স ৩১/১২/২০২১ খ্রি. এ ন্যুনতম ১২(বার) বছর হতে হবে এবং ১৭ (সতের) বছরের উর্ধে হবে না।
৪. রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নামের পূর্বে মি. মিসেস, মরহুম, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, ডাক্তার।
৫. শ্রী শ্রীমতি, পাদ্রী, ফাদার, ভিক্ষু ইত্যাদি এবং নামের শেষে পদবি ছাড়া এমএ, বিএ, এফআরসিএস ইত্যাদি লেখা যাবে না।
৫. শিক্ষার্থীর ছবি Upload করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে একজনের ছবির পরিবর্তে অন্যজনের ছবি Upload হয়ে না যায়।
৬. যে সকল শিক্ষার্থী ২০২০ সালে রেজিস্ট্রেশন করেছে তাদের পুণরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
৭. অনলাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম:
রেজিস্ট্রেশন শুরুর তারিখ : ০১/০৬/২০২১ খ্রি.
শেষ তারিখ : ২৬/০৬/২০২১ খ্বি.
৮. সোনালী ব্যাংকে ফি জমাদান : ৩০/০৬/২০২১ খ্রি. এর মধ্যে
৯. নিশ্চায়নের তারিখ :. ০৪/০৭/২০২১ খ্রি.
উল্লেখ্য, ব্যাংকে টাকা জমাদানের মূলকপি ও ই-রেজিস্ট্রেশন এর মূল প্রিন্ট কপি (হার্ড কপি) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
১০. যেহেতু বিলম্ব ফি দিয়ে অনলাইন ই-রেজিস্ট্রেশনের সুযোগ নেই তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
জেএসসি অনলাইন রেজিস্ট্রেশন ফি
জেএসসি অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত খাতওয়ারী ফি এর হার নিম্নরূপঃ
ক. রেজিন্ট্রেশন ফি (শিক্ষার্থী প্রতি)---- ৫০
খ. ক্রীড়া ফি ( শিক্ষার্থী প্রতি) --------- ৩০
গ. রেড ক্রিসেন্ট ফি (শিক্ষার্থী প্রতি)--- ১৫
ঘ. অন্ধকল্যাণ ফি ( শিক্ষার্থী প্রতি) --- ০৫
ঙ. জাতীয় স্কুল ক্রীড়া এযাফিলিয়েশন ফি (প্রতিষ্ঠান প্রতি) -- ৩০০
চ. উন্নয়ন ফি (শিক্ষার্থী প্রতি) --- ২৫