হারিয়ে গেলে জিডি - Lost GD Bangla

0
Lost GD Simple

অনেক সময় আমাদের মূলবান জিনিসপত্র হারিয়ে যায়, সেটা হতে পারে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, গাড়ীর কাগজ, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট, মোবাইল বা গুরুত্বপূর্ণ কাগজপত্র।
চলুন তাহলে দেখে নেই কিভাবে হারিয়ে গেলে জিডির আবেদন করতে হবে।

জিডির একটি নমুনা কপি

তারিখ:—————-

বরাবর,

ভারপ্রাপ্ত কর্মকর্তা

——- থানা, ঢাকা।

বিষয়:- সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।

জনাব,

আমি নিম্ন স্বাক্ষরকারী নাম:———————- বয়স——— পিতা/স্বামী————– ঠিকানা————(পূর্নাঙ্গ ঠিকানা) এই মর্মে জানাচ্ছি যে, ————(সংক্ষিপ্ত বর্ণনা)– তারিখ———- সময়———–

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরীভূক্ত করার অনুরোধ করছি।

বিনীত

নাম—-

ঠিকানা———-

মোবাইল নম্বর———-

Post a Comment

0Comments
Post a Comment (0)