Online land case hearing অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

0
Online land case hearing

অনলাইনে ভূমি মামলার শুনানি অর্থাৎ ভূমি সংক্রান্ত যে কোন মামলার শুনানি কেই অনলাইনে ভূমি মামলার শুনানি বলা হয়ে থাকে। 

যে সকল মামলার শুনানি অনলাইনে দেওয়া যাবে

জমি সংক্রান্ত মামলাগুলোর শুনানি অনলাইনে দেওয়া যাবে। ভূমি বিষায়ক যে কোন মামলা যেমন- নামজারি, জমাভাগ, বিবিধ মামলা, মিসকেস, সেটেলমেন্ট রেকর্ড সংশোধন ইত্যাদি মামলাগুলোর শুনানি অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়াও আপত্তি ও আপিল বিষয়ক মামলাগুলোর শুনানি অনলাইনে দেওয়া যাবে।

অনলাইনে শুনানির জন্য যা প্রয়োজন

যেহেতু অনলাইনে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে হবে। তাই ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা স্মার্ট ডিভাইস। আপনার হাতের মোবাইলটি ভাল মানের হলে এটি দিয়েও শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ও ইমেল এড্রেস অনলাইনে শুনানির আবেদন করার জন্য প্রয়োজন হবে। আবেদন ফরমে আরো কিছু ব্যাক্তিগত তথ্য দেওয়া লাগতে পারে প্রয়োজন অনুসারে।

অনলাইন আবেদন এবং শুনানিতে অংশগ্রহণ

অনলাইনে ভূমি মামলার শুনানির জন্য প্রথমেই আপনাকে শুনানির জন্য আবেদন করতে হবে। আপনার আবেদন অনুমোদন হলে ঘরে বসেই অনলাইনে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

শুনানির আবেদন প্রক্রিয়া

প্রথমে অনলাইন শুনানি ব্যবস্থাপনা ওয়েবসাইট http://acl-dc-db.fihs.school ওপেন করুন। নিচের মত পেজ ওপেন হবে।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

উপরে ডান কোণায় ‘শুনানির জন্য অনুরোধ করুন’ক্লিক করুন। একটি ফরম ওপেন হবে । ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।

সবকিছু ঠিক থাকলে মোবাইল ভেরিফেকেশন কোড আসবে। মোবাইলে আসা কোডটি দিয়ে লগইন করুন।

মোবাইলে ভেরিফিকেশন কোড না পেলে ‘পুনরায় কোড প্রেরণ করুন’ বাটন ক্লিক করে আবার পাঠান।

মোবাইল ভেরিফিকেশন দিয়ে লগিইন করার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ড এ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

আপনার ড্যাশবোর্ড ওপেন হলে উপরের চিত্রটির মত দেখতে পাবেন। আপনার অনুরোধ সংখ্যা শূন্য দেখাবে। নোটিফিকেশনও শূন্য।

অনলাইনে মামলা শুনানির জন্য আবেদন

লগইন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে শুনানির জন্য অনুরোধ করতে হবে। আপনি কতটি অনুরোধ করছেন তা ‘শুনানির অনুরোধসমূহ’ বাটন ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন।

মোট কতটি অনুরোধ রয়েছে এবং কতটি অনুরোধ অনুমোদন পেয়েছে সবগুলোই দেখতে পাবেন। 

আবেদন করার জন্য ‘শুনানির জন্য আবেদন করুন’ বাটন ক্লিক করুন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

মামলার বিস্তারিত তথ্য চেয়ে উপরের চিত্রের মত একটি ফরম ওপেন হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচে ‘অনুরোধ করুন’ বাটনটি ক্লিক করুন।

আপনার অনুরোধটি সফলভাবে জমা হলে তা শুনানির অনুরোধসমূহ সেকশনে দেখতে পাবেন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

আপনার অনুরোধটি অনুমোদন হলে আপনার মোবাইলে একটি জুম মিটিং লিংক সহ এসএমএস পাবেন।আপনার মামলার শুনানি কত তারিখ কতটার সময় অনুষ্ঠিত হবে তা লেখা থাকবে। উল্লেখিত সময়ে জুম লিংকটি ক্লিক করে শুনানিতে অংশগ্রহণ করতে হবে।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

নির্ধারিত সময়ে লিংকটি ওপেন করে শুনানিতে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আপনার ড্যাশবোর্ড থেকে বিস্তারিত জানতে পারবেন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

আপনার আবেদন অনুমোদন হলে আপনাকে মোবাইলে একটি লিংক, তারিখ ও নির্ধারিত সময় দেওয়া হবে। এই সময়ে প্রদত্ত লিংক এ ক্লিক করে শুনানিতে যোগদান করতে পারবেন।

জুম লিংকে ক্লিক করলে জুমের ওয়েবসাইট ওপেন হবে। নিচের মত আসলে লঞ্চ মিটিং ক্লিক করে শুনানিতে যোগ দিতে পারবেন।

জুম ওয়েবসাইটে জমির শুনানি মিটিং

মনে রাখবেন, নির্ধারিত সময়ে আপনাকে এই অনলাইন শুনানিতে যোগ দিতে হবে। শুনানি সম্পন্ন হলে আপনার ড্যাশবোর্ড এ বিষয়ে জানতে পারবেন।

ভূমি মামলার শুনানিতে উকিল / উপস্থিতের তথ্য যেভাবে পাবেন

প্রতিটি জেলায় কতটি মামলা চলমান রয়েছে তা যে কেউ অনলাইনে দেখতে পারবে। এছাড়াও মামলাগুলোর শুনানিতে কে কে উপস্থিত থাকবে? কত তারিখে এবং কতটার সময় শুনানি অনুষ্ঠিত হবে তার বিস্তারিত তথ্য দেখার জন্য ভিজিট করুন http://acl-dc-db.fihs.school/hearing/list এই লিংকে।

নিচের মত ফরম আসবে। এখানে আপনার বিভাগ, জেলা নির্বাচন করে মামলার তালিকা দেখুন বাটন ক্লিক করুন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

মামলা নং, মামলার ধরণ, তারিখ ও ঠিকানা দেখতে পাবেন। মামলা নং ক্লিক করলে শুনানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শুনানি সম্পন্ন হলে শুনানির রেজাল্ট দেখা যাবে, নিচের চিত্রটি লক্ষ করুন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

চিত্রের শেষে দেখুন শুনানির সিদ্ধান্ত দেখা যাচ্ছে।

কোন বিষয়ে আপনার বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করবো ।

ঘরে বসেই অনলাইনে ভূমি মামলার শুনানি

অনলাইন শুনানি যেভাবে হবে

ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানির জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.minland.gov.bd) যেতে হবে। সেখানে একজন নাগরিক তার তথ্য দিয়ে অনলাইন শুনানির অনুরোধ জানাতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল ও ইমেল অ্যাড্রেস দিয়ে অনুরোধ জানানোর পর মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এরপর নাগরিকরা তার মামলার বিস্তারিত দেখতে পারবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়েই শুনানির অনুরোধ জানাবেন তারা। শুনানির আবেদন গ্রহণ হলে তা মেইলে আবেদনকারীকে জানানো হবে।
শুনানির দিন একটি জুম লিংক দেয়া হবে। সেই লিংকে ক্লিক করেই আবেদনকারী অনলাইন শুনানিতে অংশ নিতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)