চাকরিতে যোগদানের যোগদান পত্রের নমুনা Job Joining Letter Bangla

0
Job Joining Letter Bangla

প্রথম চাকরিতে যোগদানের ক্ষেত্রে কাজে যোগদান পত্র দাখিল করতে হয়। এক্ষেত্রে নিম্ন নমুনা পত্র থেকে আপনার আবেদনপত্র প্রস্তুত করে নিতে পারেন।

বরাবর,

অফিস প্রধানের নাম,

প্রতিষ্ঠানের নাম

প্রতিষ্ঠানের ঠিকানা


বিষয়ঃ (যে পদে যোগদান করবেন তার নাম) পদে কাজে যোগদান প্রসঙ্গে।


মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ বেতার, প্রতিষ্ঠানের নাম (অফিস আদেশ তারিখ) তারিখের (স্মারক নং) নম্বর অফিস আদেশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন স্কেলে (স্কেল) বাংলাদেশ বেতারের রাজস্বখাতভূক্ত রেডিও টেকনিশিয়ান পদে অদ্য (যে তারিখে যোগদান করবেন) খ্রি: তারিখ পূর্বাহ্নে কাজে যোগদান করিলাম।


অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, অনুগ্রহপূর্বক যোগদান পত্রটি গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।



বিনীত বিবেদক

তারিখঃ

আপনার নাম

পিতা ও মাতার নাম

ঠিকানা


সংযুক্তঃ

১। স্বাস্থ্য পরিক্ষার রিপোর্ট।

২। শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ২ (দুই) সেট ফটোকপি।

৩। যৌতুক গ্রহণ/প্রদান মর্মে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা। (প্রয়োজন ক্ষেত্রে)

৪। নিয়োগপত্রের ফটোকপি।

৫। বেসিক টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেটের সত্যায়িত কপি। (প্রয়োজন ক্ষেত্রে)

৬। স্থাবর/অস্থাবর সম্পত্তির বিবরণী। (প্রয়োজন ক্ষেত্রে)

৭। নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। (প্রয়োজন ক্ষেত্রে)


বরাবর, 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা 

অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। 



বিষয়ঃ- কাজে যোগদানের আবেদন।


জনাব,

অতি বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, স্মারক নং- পরিঃ স্বাঃ/ঢাকা/পার-২/০৬/২৯৯৪৯- এর আদেশ বলে আমাকে আপনার অধীনে ডেন্টাল সার্জন হিসাবে যোগদানের আদেশ প্রদান করিয়াছেন। সে মোতাবেক অদ্য ২২/১০/২০০৬ইং রোজ রবিবার সকাল ৯:০০ ঘটিকায় কাজে যোগদান করলাম। 


অতএব, বিনীত প্রার্থনা আমার কাজে যোগদানের অনুমতি দানে জনাবের সদয় মর্জি হয়। 



বিনীত নিবেদক

তারিখঃ 



(ডাঃ মোঃ আওলাদ হোসেন)

ডেন্টাল সার্জন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আড়াই হাজার, নারায়ণগঞ্জ

 (বর্তমানে লিয়নের আদেশ বাতিল শেষে পদায়নের অপেক্ষমান) 

 

বরাবর, 

মহাপরিচালক 

স্বাস্থ্য অধিদপ্তর

মহাখালী, ঢাকা।


দৃষ্টি আকর্ষণঃ পরিচালক (প্রশাসন)।


মাধ্যামঃ যথাযথ কর্তপক্ষ।


বিষয়ঃ- শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরের আবেদন।


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি ৬ই মার্চ হইতে ২০ মার্চ ২০০৬ পর্যন্ত ১৫ (পনর) দিন অথবা ছুটি মঞ্জুর সাপেক্ষে ভোগকালীন সময় হইতে ১৫দিনের জন্য সবেতনে শ্রান্তি বিনোদন ছুটি গ্রহণে আগ্রহী। 


অতএব, মহোদয় আমাকে প্রার্থিত ছুটি মঞ্জুরের জন্য বিনীত আবেদন জানাইতেছি। 




বিনীত নিবেদক

তারিখঃ



(ডাঃ মোঃ আওলাদ হোসেন)

ডেন্টাল সার্জন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আড়াই হাজার, নারায়ণগঞ্জ

 কোড নং ৪৫৬৯১

সংযুক্তিঃ

১। উপজেলা হিসাব রক্ষণ অফিস কর্তৃক ছুটি প্রাপ্যতার সনদ। 

২। জীবন বৃত্তান্ত।  

Job Joining Letter Bangla Format 2

বরাবর, 

মহাপরিচালক 

স্বাস্থ্য অধিদপ্তর

মহাখালী, ঢাকা।

দৃষ্টি আকর্ষণঃ পরিচালক (প্রশাসন)।

মাধ্যামঃ যথাযথ কর্তপক্ষ।

বিষয়ঃ- ঢাকা ডেন্টাল কলেজে প্রভাষক পদে পদায়ন প্রসঙ্গে।

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি মার্চ ২০০৫ জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয় হইতে উবহঃধষ গধঃবৎরধষ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করি। উক্ত বিষয়ের স্বীকৃতি বর্তমানে ইধহমষধফবংয গবফরপধষ ধহফ উবহঃধষ ঈড়ঁহপরষ (ইগউঈ)-এ প্রক্রিয়াধীন আছে। বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকের স্বলপতা হেতু আমি উক্ত পদে যোগদান করতে ইচ্ছুক। 

অতএব, বিনীত প্রার্থনা আমাকে ঢাকা ডেন্টাল কলেজে প্রভাষক পদে পদায়নের প্রয়োজনীয় আদেশ প্রদানে জনাবের সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক

তারিখঃ

(ডাঃ মোঃ আওলাদ হোসেন)

ডেন্টাল সার্জন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আড়াই হাজার, নারায়ণগঞ্জ

 কোড নং ৪৫৬৯১

Job Joining Letter Format 3

Date: 02.11.2017

RELEASE LETTER

This is to certify that Mr. Atiqur Rahman has worked with Power Plus Industries Ltd since May 01, 2016 as Store and Accounts Executive. He was permanent employee of the organization.

He has submitted the clearance report and handed over all the necessary things and accordingly he is hereby released from all his duties after settlement of all financial and other associate matters effective from 02.11.2017.

We wish him all the best in his future career endeavors.

Job Joining Letter Bangla Format 4

(Nobi Hossain) 

Manager (Admin)  

Date: 02.11.2017

To Whom It May Concern

This is to certify that Md. Atiqur Rahman, Son of Abdul Awal Mollah. He has joined at Power Plus Industries Limited. on 01-05-2016 as a Store and Accounts Executive. Now he is working as a Store and Accounts Executive under Factory, Sonargaon, Narayangonj, His Salary is given below: 

Gross Salary : TK. 20,000.00

In words: Taka Twenty Thousand Only.

(Nobi Hossain) 

Manager (Admin) 

 


Post a Comment

0Comments
Post a Comment (0)