মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন নমুনা Sample of writing application for maternity leave

0
মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন নমুনা Sample of writing application for maternity leave

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

সদর, সিলেট।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি শিপা রানী সরকার, সহকারী শিক্ষক, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ০১/০১/২০২৩ ইং তারিখ হতে ২৯/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত মোট ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিতে থাকা প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমাকে উক্ত ০৬ (ছয়) মাসের ছুটি মঞ্জুর করতে আপনার যেন মর্জি হয়।


বিনীত

শিপা রানী সরকার

সহকারী শিক্ষক

শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদর, সিলেট।

তারিখঃ 

মাতৃত্বকালীন ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন

০৪/১০/২০২৩ ইং

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

সদর, সিলেট।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ মাতৃত্বকালীন ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি শিপা রানী সরকার, সহকারী শিক্ষক, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ০১/০১/২০২৩ ইং তারিখ হতে ২৯/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত মোট ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম। ডাক্তারের পরামর্শ মোতাবেক আমি অদ্য তারিখ রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের কাজে যোগদান করি।


অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমাকে মাতৃত্বকালীন ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের অনুমতি দানে মহোদয়ের যেন মর্জি হয়।


বিনীত


শিপা রানী সরকার

সহকারী শিক্ষক

শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদর, সিলেট।

তারিখঃ 


Post a Comment

0Comments
Post a Comment (0)