Vehicle Sales Receipt, Deed -গাড়ি বিক্রয় চুক্তিপত্র নমুনা

0
Vehicle Sales Receipt, Deed -গাড়ি বিক্রয় চুক্তিপত্র নমুনা

Sale Agreement Sample

Sales receipt letter

Yadikirdda: Name: ................................................ ................................

Father/Husband: ................................................ ..........................................

Address: ................................................ ................................................

                                                 ....................... 1st Party/Purchaser.

Written: Name: ................................................ ........................................

Father/Husband: ................................................ ............................................

Address: ................................................ ................................................

.............................. 2nd Party/Vendor.

Asya Sales Receipt Letter Midang. One in my own name and title. ................................................ ., Model .................................with Registration No........... ............................

Chassis No................................................. ................................................

Engine No................................................. ..............................................

Ash^Shakti...................C. C, Car Price .............................................. .

(in words) ................................................ ................................................

I sold it to your buyer for Rs. There is no case-litigation against my car in the past and present, if there is any case-litigation, I will be responsible for it myself, I will accept any action taken by the authorities of B, R, T A office.

It is revealed that I or my neighbor is near the said car

Later, the heirs did not make any claim and remained.

For this purpose, I have executed this sale receipt voluntarily and intuitively, being of sound mind.

Witness: Signature of Seller/Owner:

1.


2.

Affidavit

I ................................................ ................................................ ......................

Father/Husband: ................................................ ................................................ ...................

Address: ................................................ ................................................ ........................

................................................ ................................................ ................................

I hereby solemnly declare on oath that a house in my own name and possession ................................................ .............................

Registration No................................................. ................................................ .................

Model................................................... ................................................ ........................

Chassis No................................................. ................................................ ......................

Engine No................................................. ................................................ ........................

Ash^Shakti................................................... ................................................ ......C,C factory

Mr./Mrs................................................. ................................................ .................

Father/Husband: ................................................ ................................................ ...................

Address: ................................................ ................................................ ......................

Near to................................................... ................................................ ....Sale for Rs

I did There is no past or present litigation against my vehicle, if there is any litigation, I myself will be responsible for it.

BRTA office authorities will not be responsible and I will accept any action taken by BRTA office authorities for my misdeeds.

I have no objection to transfer the ownership of the car in favor of the buyer.

This affidavit is true and correct to the best of my knowledge.

To this end, I voluntarily signed my name to this affidavit, being of sound mind.

................................................ ........................

Signature/signature of the affidavit

I know the affiant. He is in front of me

Signed.

Advocate
গাড়ি বিক্রয় চুক্তিনামা নমুনা

বিক্রয় রশিদ পত্র

ইয়াদিকির্দ্দঃ নামঃ ..................................................................................

পিতা/স্বামীঃ .........................................................................................

ঠিকানাঃ................................................................................................

                                               ....................... ১ম পক্ষ/ক্রেতা।

লিখিতংঃ নামঃ .......................................................................................

পিতা/স্বামীঃ...........................................................................................

ঠিকানাঃ................................................................................................

    .............................. ২য় পক্ষ/বিক্রেতা।

অস্য  বিক্রয় রশিদ পত্র মিদং। আমার নিজ নামীয় ও স্বত্ব দখলীয় একখানা.............................................................................................., মডেল ..................................যাহার রেজিষ্ট্রেশন নং......................................

চেসিস নং.............................................................................................

ইঞ্জিন নং..............................................................................................

অশ^শক্তি....................সি. সি, গাড়িখানা মূল্য ...............................................

(কথায়) ...............................................................................................

টাকায় আপনী ক্রেতার বরাবরে বিক্রয়  করিলাম। আমার গাড়ীর বিরুদ্ধে অতীতে ও বর্তমান কোন মামলা-মোকদ্দমা নাই, যদি কোন মামল-মোকদ্দমা  থাকিয়া থাকে, তাহার জন্য আমি নিজে দায়ী থাকিব, বি, আর, টি এ অফিস কর্তৃপক্ষ যে কোন ব্যবস্থা গ্রহণ করিলে আমি তা মানিয়া নিব।

প্রকাশ থাকে যে, উক্ত গাড়িখানা সম্পার্কে আমি কিংবা আমার স্থলবর্তী 

পরবর্তী, উওরাধিকারী কাহারো কোনরুপ দাবী দাওয়া নাই ও রহিল।

এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থির বুদ্ধিতে থাকিয়া অএ বিক্রয় রশিদ পএ সম্পাদন করিলাম।

স্বাক্ষীঃ                          বিক্রেতা/মালিকের স্বাক্ষরঃ


১।


২।


হলফনামা

আমি .........................................................................................................................

পিতা/স্বামীঃ....................................................................................................................

ঠিকানাঃ..........................................................................................................................

....................................................................................................................................

এই মর্মে পবিএতা সহকারে হলফ পুবর্ক ঘোষণা করিতেছি যে, আমার নিজ নামীয় ও স্বত দখলীয় একখানা................................................................................................................

রেজিষ্ট্রেশন নং...................................................................................................................

মডেল............................................................................................................................

চেসিস নং........................................................................................................................

ইঞ্জিন নং.........................................................................................................................

অশ^শক্তি.......................................................................................................সি,সি গড়িখানা

জনাব/জনাবা..................................................................................................................

পিতা/স্বামীঃ.....................................................................................................................

ঠিকানাঃ.........................................................................................................................

এর নিকট.......................................................................................................টাকায় বিক্রয়

করিলাম । আমার গাড়ীর বিরুদ্ধে অতীতে ও বর্তমানে কোন মামলা-মোকদ্দমা নাই,যদি কোন মামলা-মোকদ্দমা থাকিয়া থাকে, তাহার জন্য আমি নিজে দায়ী থাকিব,

বি, আর , টি এ অফিস কর্তৃপক্ষ দায়ী থাকিবে না এবং আমার হেন কৃতকাজের জন্য বি আর টি এ অফিস কর্তৃপক্ষ যে কোন ব্যবস্থা গ্রহণ করিলে আমি তা মানিয়া নিব।

উক্ত গাড়িখানার মালিককানা স্বত্ব ক্রেতার অনুকুলে মালিকানা বদলী করিতে আমার কোনরুপ আপত্তি নাই ও রহিল না।অত্র হলফনামা আমার জানামতে সত্য ও সঠিক।

এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থির বুদ্ধিতে থাকিয়া অত্র হলফনামায় আমার নিজ নাম দস্তখত সম্পাদন করিলাম।

..........................................................................

হলফকারীর স্বাক্ষর/টিপসহি

হলফকারী আমার পরিচিত। তিনি আমার সামনে 

দস্তখত প্রদান করিয়াছেন।


এডভোকেট

অটো সিএনজি গাড়ী বিক্রয় দলিল

নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। 

 

প্রথম পক্ষ / বিক্রেতা ॥


নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। 

দ্বিতীয় পক্ষ / ক্রেতা ॥

পরম করুণাময় মহান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র গাড়ীর বিক্রির চুক্তিনামা দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমি ১ম পক্ষ বিক্রেতা আমার একখানা ৩ চাকার এইচ পাওয়ার অটো সিএনজি-এর ৫০% মালিক। বর্তমানে আমার অংশ বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি অংশীদার ২য় পক্ষ ক্রেতা ত ক্রয় করিতে রাজী হইলে আমরা উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে এবং নিম্নোক্ত স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় চুক্তিপত্র সম্পাদন করিলাম। 

চলমান পাতা-২

পাতা- ২

গাড়ীর পরিচয়

বিক্রিত গাড়ীখানার বিবরণঃ কোম্পাণী: ঝটতটকও-ঔই-ঈঘএ, চেসিস নং ০০১০৯, ইঞ্জিন নং ৫০০০৪০৯, সিসি নং ১৫০, রং নেভী ব্লু ।

শর্তাবলী

১। উক্ত গাড়ীখানার মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা। আমি ১ম পক্ষের অংশের মূল্য ১৬,০০০( ষোল হাজজার) যাহা আমি ১ম পক্ষ, ২য় পক্ষ হতে অদ্য ১৬/০১/২০১৯ইং তারিখে হাজিরান মজলিশে ১৬,০০০/-  (ষোল হাজার) টাকা গ্রহণ করিলাম। 

২। অদ্য হইতে উপরোক্ত গাড়ীখানা আমি ১ম পক্ষ আর কোন প্রকার দাবী দাওয়া করিতে পারিব না। আর যদি করি অথবা আমার ওয়ারিশগণ কেউ দাবী করে তাহা হইলে তাহা আদালতে আইন মোতাবেক বাতিল বলে গণ্য হইবে। 

৩। অদ্য হইতে উপরোক্ত গাড়ীর উপর কোন কেইস হইলে তাহা ক্রেতা বহন করিবেন। আর এই তারিখের পূর্বে কোন কেইস থাকিলে তাহা আমি বিক্রেতা সমাধান করিয়া দিতে বাধ্য থাকিব। আর যদি না করি তাহা হইলে আইনতঃ দন্ডনীয় থাকিব। আরো উল্লেখ থাকে যে, বিক্রিত গাড়ীটির কাগপত্রে কোন ত্রুটি থাকিলে আমি ১ম পক্ষ/ বিক্রেতা তাহা আমি ঠিক করিয়া দিতে বাধ্য থাকিব। 

চলমান পাতা-২

পাতা- ৩

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিলে আমরা উভয় পক্ষগন নিজ নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি, তারিখঃ-


সাক্ষীগণের স্বাক্ষরঃ

১। 

২। 

৩। 

৪।

৫।

১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর

২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

মটর সাইকেল বিক্রয় দলিল

নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। 

প্রথম পক্ষ / বিক্রেতা ॥

নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। 

দ্বিতীয় পক্ষ / ক্রেতা ॥

পরম করুণাময় আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরণ করিয়া মটর সাইকেল বিক্রয়ের চুক্তিনামা লেখা আরম্ভ করিলাম। আমি বিক্রেতা ১ম পক্ষ বিক্রেতা মোঃ আনিসুর রহমান একটি উধুধহম এধষধীু ৮০ ঈঈ মটর সাইকেল ক্রয় করিয়া মালিক হিসেবে বিদ্যমান আছি। বর্তমানে উক্ত মটর সাইকেলটি বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি ২য় পক্ষ/ক্রেতা উক্ত মটর সাইকেলটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করিলে আপনার প্রস্তাবকৃত মূল্য ১২,০০০/- (বারো হাজার) টাকা নগদ বুঝিয়া নিয়া অত্র হাজিরান মজলিশে নিম্ন লিখিত স্বাক্ষীগণের মোকাবেলায় নিজ নাম সহি করিয়া নিম্নবর্ণিত মটর সাইকেল খানা ও যাবতীয় কাগজপত্রসহ বুঝাইয়া দিলাম।  

উল্লেখ্য থাকে যে, আমি ১ম পক্ষ বিক্রেতা অদ্য ২১/০৮/২০২১ইং তারিখ হইতে উক্ত মটর সাইকেল খানার উপর কোন প্রকার দাবী-দাওয়া করিতে পারিব না। আমি  বা আমার কোন ওলী ওয়ারিশগণ যদি উক্ত মটর সাইকেল খানার উপর কোন প্রকার দাবী-দাওয়া করে, তাহলে ২য় পক্ষ আমার বিরুদ্ধে যেকোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। ইহাতে আমার কোন ওজর-আপত্তি চলিবে না।  

চলমান পাতা- ২

(পাতা-২)

গাড়ীর বর্ণনা  

যাহার চেচিস নং- ১২১০০৪৫৫৬, ইঞ্জিন নং- ০০৬৫৫০২, প্রস্তুত কারক- উধুধহম, অশ্বশক্তি-৮০  সিসি, রং- জবফ, মডেল সন- ২০১৩।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রি দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া বিক্রির সমুদয় টাকা নগদ হাতে হাতে বুঝিয়া পাইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিল আমরা ক্রেতা বিক্রেতা উভয় সহি সম্পাদন করিলাম। ইতি, তারিখঃ- ২১/০৮/২০২১ইং। 

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ

১। 

২। 

৩। 

১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর

২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর

বিসমিল্লাহির রাহমানির রাহিম

গাড়ী বিক্রয় চুক্তিপত্র 

নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। 

............ প্রথম পক্ষ / বিক্রেতা ॥

নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। 

............ দ্বিতীয় পক্ষ / ক্রেতা ॥

আমি ১ম পক্ষ আমার টয়োটা লুছিডা / ইস্টিমা গাড়ীখানা যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো- চ-১১- ৩৬৯০, চেসিস নং ঞঈজ১১-০১১১৪৪৮, ইঞ্জিন নং ২ঞত-০৯৪১৫৫০, মডেল নং- ১৯৯৫, সিসি নং ২৪৩০, রং- মেরুন।

আমি ১ম পক্ষ বিক্রেতা আমার মালিকানাধীন টয়োটা লুছিডা / ইস্টিমা গাড়ীখানা ২য় পক্ষের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্য ধার্য্য করিয়া ধার্যকৃত সমুদয় টাকা ক্রেতা ২য় পক্ষের নিকট হইতে বুঝিয়া পাইয়া স্বাক্ষীগণের মোকাবেলা গাড়ীখানা বিক্রয় করিলাম। 

চলমান পাতা- ২

(পাতা-২)

অদ্য ২৫/০৮/২০১৫ইং তারিখ হইতে আপনার নামে গাড়ীর নামজারী করিলে কোন ওজর আপত্তি নাই বা আমার অন্য ওয়ারিশগণ কেউ ওজর আপত্তি করিতে পারিবে না। করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে। প্রকাশ থাকে যে, উক্ত গাড়ী আমার কাছে থাকাকালে কোন মামলা মোকদ্দমা ছিলনা। ভবিষ্যতে যদি এইরূপ কোন কিছু প্রকাশ পায়, তাহা হইলে আমি উহার সম্পূর্ণ দায়-দায়িত্ব বহন করিতে বাধ্য থাকিব। 

উল্লেখ্য থাকে যে, ইহা একটি পুরাতন গাড়ী বিধায় আমি ২য় পক্ষ গাড়ীটি ভালভাবে দেখিয়া ও বুঝিয়া ক্রয় করি এবং এ ব্যাপারে পরে কোন আপত্তি থাকিবে না। তবে বি.আর.টি.এ এর সকল কাগজপত্র এর দায়িত্ব ২য় পক্ষ ক্রেতার। 

চলমান পাতা- ৩

(পাতা-৩)

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রি দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া বিক্রির সমুদয় টাকা নগদ হাতে হাতে বুঝিয়া পাইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিল আমরা ক্রেতা বিক্রেতা উভয় সহি সম্পাদন করিলাম। ইতি, তারিখঃ-

সাক্ষীগণের স্বাক্ষরঃ

১। 

২। 

৩। 

১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর

২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর

Car Sale Receipt Format Bangla

Vehicle Sales Receipt, Deed -গাড়ি বিক্রয় চুক্তিপত্র নমুনা

Car Sale Deed Format Bangla

উপরের এই লেখাগুলো লেখার পর ১০০ টাকার তিনটি স্ট্যাম্প পেপারে তিনটি পেইজ প্রিন্ট দিতে হবে। পেইজের মার্জিনে পেইজ সেটাপে উপরে ৪.৫ ইঞ্চি জায়গা খালি রাখতে হবে এবং নিচের দিকে ১.৫ ইঞ্চি জায়গা খালি রাখতে হবে ও দুই সাইটে ১ ইঞ্চি ১ ইঞ্চি জায়গা খালি রাখলেই হবে।

Vehicle Sales Receipt, Deed -গাড়ি বিক্রয় চুক্তিপত্র নমুনা

Post a Comment

0Comments
Post a Comment (0)