Pattayan Patro
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, আশাদ আলী, পিতা- মোঃ কেরামত মুন্ডল, মাতা- মোছাঃ কপিজান, গ্রামঃ ..................., পোঃ .................., উপজেলাঃ ...................., জেলাঃ .......................। তিনি ৬ নং জাহানাবাদ ইউনিয়ন এর একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে ভুলবশত তাহার জাতীয় পরিচয় পত্রে তাহার নাম- মোঃ আশাদালী লিপিবদ্ধ হইয়াছে প্রকৃত পক্ষে তাহার সঠিক নাম- আশাদ আলী ইহা সত্য বিধায় মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করিলাম।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।
স্বাক্ষর-
( মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
06 নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদ
মোহনপুর, রাজশাহী।
Certificate
This is to certify that, Ashad Ali, Father- Md. Kermat Mundal, Mother- Mosa: Kapijan, Village: ..................., Post: ....... ..........., Upazila: ...................., District: ............... ......... He is a permanent resident of Jahanabad Union No. 6 and a citizen of Bangladesh by birth. According to my knowledge, his name - Md. Ashadali has been recorded in his national identity card by mistake. Actually, his correct name is - Ashad Ali.
I wish him all the best and prosperity.
signature-
(Md Hazrat Ali)
Chairman
06 No. Jahanabad Union Parishad
Mohanpur, Rajshahi.