অনেক সময় প্রতিবন্ধি প্রত্যয়নপত্রের প্রয়োজন হয়। তাই আপনাদের জন্য Protibondhi Certificate-প্রতিবন্ধী প্রত্যয়ন পত্র নমুনা নিয়ে আসলাম। নিম্নে তা দেওয়া হল। আপনারা আপনার নাম, পিতার নাম ও অন্যান্য তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
প্রত্যায়ন পত্র
এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে, জনাব, .............., পিতা-................, মাতা-.................., সাং- ......................., ............. নং ওয়ার্ড, ডাকঃ- ..............., থানা-............................., জেলা- সিলেট। তিনি আমার ওয়ার্ডের বাসিন্দা এবং বিশেষ পরিচিত। তিনি একজন নিবন্ধিত প্রতিবন্ধি শিশু, তাহার বহি নং-.........., হিসাব নং- ............................ও জন্ম নিবন্ধন নং – ...................................। আমার জানা মতে তাহার পিতা ছোট খাট ব্যবসা করেন।
আমি তাহার সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
কাউন্সিলর
........নং ওয়ার্ড
............... সিটি কর্পোরেশন/ইউনিয়ন/পৌরসভা
Disability Certificate
This is to certify that Mr. .............., Father-................, Mother-...... ............, Sang- ......................., ........... .. Ward No., Postal:- ..............., Police Station-.......................... ...., District- Sylhet. He is a resident of my ward and is well known. He is a registered disabled child, his account no-.........., account no- .......................... ..and Birth Registration No. – ................................. As far as I know, his father runs a small bed business.
I wish him good health and a bright future.
Councilor
........Ward No
............... City Corporation/Union/Municipality