কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে বণ্টন করা হয় কিন্তু এ জন্য ঐ ব্যক্তির উত্তরাধিকার কারা বা ওয়ারিশ কারা তা জানার প্রয়োজন হয়। আর এই বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয় পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন অথবা আদালত এই ওয়ারিশ সনদ প্রদান করে থাকে।
ওয়ারিশ সনদ কি?
কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে এবং দেশিয় আইন বণ্টন করা হয়। এখন দেখা যায় স্থানীয় ভাবে একজন ব্যক্তির উত্তরাধিকার ও ওয়ারিশ কে তা সবাই জানলেও অফিস আদালত বা প্রতিষ্ঠান তো তা জানে না আবার দেখা যায় এক ব্যক্তির একাধিক স্ত্রী ও সন্তান থাকলে, মৌখিক ভাবে কাউকে ত্যাজ্য করলে বা পরিবারের কাছ তেকে দুরে থাকে তার প্রকৃত উত্তরাধিকার কারা তা নিয়ে প্রশ্ন ওঠে,তাই যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয় এ জন্য স্থানীয় প্রশাসন অথবা আদালত থেকে কারা সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সেই সম্পর্কে এটি সনদ নেওয়ার প্রয়োজন হয় আর এটি-ই হচ্ছে ওয়ারিশ সনদ।
আরোও দেখুনঃ প্রতিবন্ধী প্রত্যয়পত্র - Prothibondhi Pattayan
ওয়ারিশ সনদ কেন প্রয়োজন?
ওয়ারিশ সনদ কোথায় দরকার হয়? ওয়ারিশ সনদ নিম্নের কাজের জন্য প্রয়োজন।
- জমি-জমা বা সম্পত্তি বাটোয়ারায়
- নামজারি করতে
- আইনগত অধিকার আদায়ে
- ঘোষণমূলক মোকদ্দমায়
- ব্যাংক- বীমায় মৃত ব্যক্তির অর্থ থাকলে
- পেনশন তুলতে । – ইত্যাদি
ওয়ারিশ সনদ কিভাবে পাবেন?
ওয়ারিশ সনদ সাধারণত স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়ন পত্র । যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার/ওয়ারিশদের স্বীকৃতি দেয় ।
আবার ওয়ারিশ সনদ দেওয়ানী আদালতের মাধ্যমেও পাওয়া যায়। সাধারণত অর্থ ও অস্থাবর সম্পত্তির দেনা – পাওনা, ব্যাংক-বিমা ইত্যাদির সুষ্ঠ হিসাব পাওয়া জন্য ও যাতে করে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলা না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়া হয়।
ওয়ারিশ সনদের জন্য কি কি লাগবে?
# ওয়ারিশগণের ১ কপি ছবি (সত্যায়িত)
# মৃত্যু সনদ ১ কপি (সত্যায়িত)
# মেয়র.সংশ্লিষ্ট চেয়ারম্যান এর তদন্ত প্রতিবেদন
# সংশ্লিষ্ট বাজার চৌধুরী/হেডম্যান এর তদন্ত প্রতিবেদন।
ওয়ারিশান সনদ পাওয়ার আবেদন পত্র
বরাবর,
অফিস প্রধান
ইউনিয়ন / পৌরসভা / সিটি কর্পোরেশন
ঠিকানা+-
বিষয়ঃ ওয়ারিশান সনদ পত্র পাওয়ার জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমার কখগ , পিতাঃ কখগ সাংঃ সম্পূর্ণ ঠিকানা
সে মৃত্যু কালে নিম্ন লিখিত ওয়ারিশাগনকে রাখিয়া যায়।
ক্রমিক নং ওয়ারিশানদের নাম সম্পর্ক বয়স মন্তব্য
১ সৈয়দা ফিরোজা ইয়াসমিন রেজভী মেয়ে ৫৭
২ সৈয়দ শামসুল আরেফিন রেজভী ছেলে ৫৫
৩ সৈয়দা আফরোজা রহমান মেয়ে ৫২
৪ সৈয়দ হাসিব আল হাসান রেজভী ছেলে ৪৭
অতএব, মহোদয়ের সমীপে বিনীত প্রার্থনা এই, উল্লেখিত বিষয়ে আমাকে একটি ওয়ারিশ সনদ প্রদান করিতে আপনার সু- আজ্ঞা হয়।
বিনীত নিবেদক
নামঃ
তারিখঃ পিতাঃ
গ্রামঃ রসুলপুর
স্থানীয়ভাবে তদন্ত করে উপরোক্ত বনর্না সত্য পাওয়া গেল।
সাটির্ফিকেট প্রদান করার জন্য সুপারিশ করা হল।
………… ………… …………
০১ নং ওয়ার্ডের সদস্য