Marriage certificate বৈবাহিক সনদপত্র নমুনা

0

বৈবাহিক সনদপত্র বলতে সাধারণত বুঝায় উক্ত ব্যক্তির বৈবাহিক অবস্থা প্রমানের প্রত্যয়নকে বুঝায়। বা তাহার পরিবার আর্থীকভাবে অস্বচ্ছল থাকায় উক্ত ব্যক্তি বা তাহার পরিবার সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্টান বা সংস্থার নিকট হইতে বিশেষ সুবিধা পাওয়ার পত্র। সাধারণত এলাকার চেয়ারম্যান মেম্বার  বা কাউন্সিলরদের কাছ নেওয়া যায় । 

বৈবাহিক সনদপত্র 

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ............., পিতা- ................, মাতা- .................., গ্রাম- ..............., ডাকঘর- ................., উপজেলা- ..............., জেলা- ...............এর স্থায়ী বাসিন্দা। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজ বিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত জড়িত নয়। আমি যতদুর জানি সে এক জন অবিবাহিত পুরুষ। আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।

                                                                  চেয়ারম্যান/কাউন্সিলর

বৈবাহিক সনদপত্র DOC

Marriage certificate
ই নামজারি-অনলাইনে জমি খারিজ mutation land gov bd  ই নামজারি-অনলাইনে জমি খারিজ mutation land gov bd

Post a Comment

0Comments
Post a Comment (0)