Technical Education Online Bangladesh-ঘরে বসে অনলাইনে কারিগরি শিক্ষা

0
Technical Education Online

National Intelligence for Skills, Education, Employment and Entrepreneurship (NISE): বাসায় বসে নিজেকে দক্ষ করার এক অনন্য ওয়েবসাইট এটি। এই সাইটে নিবন্ধ করে যে কোন বিষয়ে আপনি হাতে কলমে শিখতে পারবেন। 

অনলাইনে পরীক্ষার মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে নিতে পারেন সহজেই। কোর্স সম্পন্ন করার পর একটি সার্টিফিকেটও নিতে পারবেন। নিবন্ধ না করেও বিভিন্ন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে সহজেই শিখে নিতে পারবেন। নিবন্ধন করলে কোর্স করার বারতি সুবিধা পাবেন। এছাড়াও সার্টিফিকেট পেতে হলে অবশ্যই নিবন্ধন করে ক্লাস করতে হবে।

nise.gov.bd

ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড অন্ট্রাপ্রেনারশিপ 
২,০০০+
কোম্পানি
৪,৯৪০+
চাকুরি
৩৮২+
কোর্স

Skills.gov.bd (স্কিল গভ বিডি) 

কারিগরি শিক্ষার সকল বিষয় আপনি স্কিল গভ বিডিতে শিখতে পারবেন। যেমন-

১। প্লাম্বিং এন্ড পাইপং ফিটিং

২। গ্রাফিক্স ডিজাইন

৩। ওয়েব ডিজাইনিং এন্ড ডেভলপমেন্ট

৪। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইন্টেনেন্স

৫। গার্মেন্টস ফিনিসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল

৬। ফুড এন্ড বেভারেজ সার্ভিস

৭। বিউটিফিকেশন 

৮। সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ইত্যাদি।

Post a Comment

0Comments
Post a Comment (0)